আকাশটা বড় অভিমানী
বুকের কান্নাপাথর গলে পড়ে
সুপ্ত আগুন অঙ্গ পুড়িয়ে দিক
আজ অ্যাসিড বৃষ্টিরা অন্তরে


অশ্রুজল হয়ত এসেছিল
চোখ ভিজেছিল একবার যেন
মনের বালিশ ভেজে শুধু
আবছা দৃষ্টির স্বাক্ষী হয় কেন


কাঁচ ভাঙার শব্দ শুনি
জলসাঘরের বাতি ঝরে পড়ে
অন্যরকম তৃষ্ণায় ফাটে বুক
অভিমানী এ মন কেমন করে