হাজার যুগ ধরে ওরা হেঁটে চলেছে
যে পথে কবি হেঁটেছেন
আমি-তুমি হেঁটেছি
আমাদের সাবালক আত্মা হেঁটেছে
আমাদের পিতৃপুরুষ হেঁটেছেন
সেই পথে ---- মনুষ্যহীন পথে।


পথের ধারে সফেন ভাতের হাঁড়ি
মরীচিকার মত ধূসর,
সভয়ে কম্পমান যেন
ভাতের ফ্যানের বদলে উগড়ে দেয় বিষ
মগ্নমৈনাকের গরলের মত,
পাছে একহাতা বেশী ভাত চেয়ে বসে !


তবুও তারা হেঁটে চলে চিরকাল ----
দেশ-কালের সীমানা পেরিয়ে চলে
জন্মান্তরের প্রতিশ্রুতির দলিল নিয়ে
আবার ফিরে আসে কালচক্রের মত,
এক মনুষ্যহীন প্রান্ত থেকে অপর প্রান্তে
স্বীয় নিউক্লিক অ্যাসিড রক্ষার তাড়নায় ----