যে ভাষায় আজ বলছি কথা গাইছি প্রানের গান
রক্ত দিয়ে কেনা আমার বাংলা ভাষার মান।
বাংলা আমার মাতৃভাষা মায়ের মুখের বুলি
সেই বুলিতে বুল শিখেছি মায়ের কুলে দুলি।
মুখের ভাষা কেড়ে যারা লাগাম দিলো মুখে
যায়কি বলা অন্য ভাষা বাংলার মতো সুখে?
তাইতো মায়ের দামাল ছেলে মাতৃভাষার টানে
রাস্ট্রভাষা বাংলা চাই মিছিলে শ্লোগানে।
শ্লোগান চলে রাজপথে রাজার টনক নড়ে
চললো গুলি মুষলধারে বৃস্টি যেমন ঝরে।
সেই মিছিলে শহীদ হলো রক্ত দিলো ঢেলে
রফিক সফিক ছালাম বরকত মায়ের পাগল ছেলে।
তাইতো আজো অশ্রু ঝরে রোদন রুখতে নারি
কেমন করে ভুলবো আমি একুশে ফেব্রুয়ারী।


19/11/2020
গাজীপুর, ছায়াবীথি।