ঝরা পাতার মতো ঝড়ে গেছে জীবন থেকে অনেকগুলো দিন;
অনেক কথা, অনেক স্মৃতি জমা হয়েছে পঞ্জিকার পাতায়,
আজ সে সব ভাবিতে ঢের সময় চাই;
চাই ঢের অবসর।
তবুও মাঝে মাঝে কোনদিন;
যে অতীত চলে গেছে সুদূরে হায়, আবার তারে ডেকে আনি,
জাগিয়ে তুলি, বুকের গভীরে ঘুমিয়ে থাকা কিছু কষ্টের ঢেউ।
যে ঢেউয়ের আঘাতে বার বার ভেঙ্গে যায় জীবনের খেলাঘর;
আবার গড়ে তুলি,
নূতন করে রচনা করি জীবনের নকশীকাঁথা।
আবারো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার সাহস খুজে পাই-
তোমার ভালবাসার বিশ্বাসে ভর করে।
বুকের জমানো সব কষ্টগুলো দু'হাতে সরিয়ে;
আবারো জীবনের ভিত্তি গড়ি-
নূতন করে সাজিয়ে তুলি মিলন বাঁশর
তোমাকে নিয়ে হায় মাটির পৃথিবীর পথে।
তবু যদি কোনদিন আসে নীড় ভাঙ্গা ঝড়;
ভেঙ্গে দেয় যদি কভু সব স্বপ্ন মোর-
রাখিয়ো মোরে তব শাড়ির আঁচলে বাঁধি
যেন কভু ভাঙ্গেনা গো, যতনে গড়া মোর সাজানো বাগান।
যে বাগানের বক্ষ জুড়ে, তুমি এক ফুটে থাকা পুষ্প কলি,
আর আমি তার গন্ধে মাতোয়ারা সে ফুলের মালী ৷


                         #দেলোয়ার হোসাইন#
                          ২০/০৩/২০১৪