টুনা টুনি ঘর বেধেছে ডুমুর পাতার ফাকে
তাই দেখে এক হলু বিড়াল ঘাপটি মেরে থাকে ৷
এমনি করে কদিন পরে ডিম পেরেছে টুনি
হলু বিড়াল ভাবছে কবে বাচ্চা হবে শুনি ?
এমনি করে দিন ফুরালো ফুটলো টুনির ছানা
অমনি হঠাৎ হলু মশাই দিল বাসায় হানা ৷
কাচুমাচু হয়ে টুনি বলে বিড়াল শুনো
বাচ্চা এখন অনেক ছোট কয়েকটা দিন গুনো ৷
বড় হলে খেয়ো তুমি নেইতো কোন মানা
এখন তবে বন্ধ করো তোমার এমন হানা  ৷
বেড়াল ভাবে মন্দ কি আর যা বলেছে টুনি
আমি না হয় এমনি করে আর কটা দিন গুনি ৷
এই ফাকেতে টুনির ছানা উড়তে শিখলো বেশ
এ ডাল থেকে ওডালে যায় নেইতো কোন শেষ ৷
তাইনা দেখে হলু বিড়াল আসলো টুনির বাড়ি
অমনি টুনি বাচ্চাসহ শূন্যে দিল পাড়ি ৷
                              
                                 ০৬/০১/২০১৫