যদি তুমি পার্থিব জ্ঞানী হও
তবে বুকের চাপা কান্না থামাও
যদি সামনে এগিয়ে যেতে চাও
মূহুর্তে চলনে খাপ খাইয়ে নাও
এ বেদন বিপুল সম্ভাবনাময়
বাধা নিশ্চিত করবে তুমি জয়
ভেবে দেখ নিজের জীবন রেখা
নইলে অস্তিত্ব হবে শূন্যে ঢাকা।


শূন্য জীবন, অবজ্ঞায় যায় ভরে
এক ফোটা প্রীত জোটেনা তারে
জীবন থেকে হারায় তখন খুশি
দূরহতে চাখবে দানার স্বাদে ভুষি
যুগে যুগে ধ্রুব, এক মাত্র পাথেয়
অন্বর্থ বাইরে আর সবই অমেয়।।



DHRITI RAJ