তোমার রক্তের বৈশিষ্ট্য মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা,
ডিএনএ এর নিউক্লিয়াস মজ্জায় বৈষম্যের বীজ
যার ব্যবহারে তুমি মানুষকে বানাও অমানুষ
আর নিজে; অমানুষ হয়েও মানুষের ছলে বিরাজ করো দেবালয়, মসজিদ, গির্জায়,
কখনো আকার কথায় কখনো বা নিরাকারে,
অর্থের আত্মসাৎ; উচ্চ লোভী আশ্রয়ে!


বিশ্বব্যাপী তোমার বীজের অঙ্কুরোদ্গমে,
শিকড়ের গভীরতা গ্রোথিত করো ভূকেন্দ্রের 'ছ' হাজার ডিগ্রী সেলসিয়াসে!
তোমার সাদা চামড়া অনায়াসে থাকে সাদা,বর্ণের গোঁড়া অন্ধ অঙ্গীকারে,
অন্তরে তুমি কল্প অবিশ্বাসী , বাইরে ভক্তির নাগরী,
কারণ নিজ খাদ্য উৎপাদনে তুমি অকর্মা,
বিবেক অজাত সাদা বর্ণধারী, রক্ত শোষক প্রাণী।


ওল্ড টেষ্টামেন্ট হতে বাইবেল, হাদিস হতে কোরান, কিংবা
গীতা হতে মহাভারত তোমারই অস্তিত্বে তোমারই হাসিল
প্রেমের গূঢ় স্পর্শ হতে বিরহী মরমে চলে চেতনার গোষ্ঠী দ্বন্দ্ব, সাদা কালোয় মিশে,
আমার বাস্তব দৃষ্টিদীপ নিভে যায় হাসিলের ঝাপটায়!
তবু বারে বারে অনুপা অহিংস প্রেমের জন্ম হয় প্রকৃতির রূপ রূপান্তরে।।


ধৃতি রাজ