সব নেশাতেই শুল্ক মজা উস্কানি দেয় রাজা
নেশায় ডোবে সমাজ অন্ধ, শিক্ষাতে চায় গাজা
তাথৈ তাথৈ খুশির জোয়ার, দেশটা এমন হলে
ভরবে সুখে ভাবছে শূদ্র কানার ছাওয়াল দুলে


রাজা বোঝায়, শূদ্রের সায় মাথা পদমূলে
শিক্ষিত সব চাকুরী পেয়ে যাচ্ছে ধরম ভুলে;
শিক্ষা নহে, ধরম আগে রাজার বুলি দাগে!
নচেৎ কেহ পাবে না পার পড়লে কথা বাগে!


ফন্দি আঁটে শূদ্রের দল কেউ যেন না ঠগে
শিক্ষিতে দূর হটাও শূদ্রে অসম্মানের ভাগে,
ভরসায় রাজা মহানন্দে ধরমের দেশ গড়ে!
শিক্ষা শুধুই রইবে দেশে বর্ণের ঘরে ঘরে।


তাই তো দেখি -
নেশা দৈদ্বে কথার মাঝে ব্যাপারী আসেনা ধারে
তেড়ে ফুঁড়ে আসে নেশাখোরেরা স্বত্ব রক্ষা তরে,
বর্ণভেদের বিরোধ কথায় আসে না বামুন বৈশ্যে
ধরমের জান অন্ধ সেজন তেড়ে ফুঁড়ে আসে শূদ্রে!


রাজা বিরোধী কথায় রাজা আসেনা কোনো দৃশ্যে
খেয়াল রেখ মারতে আসে চামচা বা তার শিষ্যে,
শূদ্র শিষ্য চামচা গোলাম নেশাখোর ঘোর মাতে
যুগেযুগে কানা খোঁড়া অন্ধ, নীচ নির্জলা ভাতে।।


শোন বলি তাই -
ওহে শূদ্র দালালী নহে, চেতনায় এসো ধাতে
ধরম নহে শিক্ষার যানে মুক্তিতে ওঠো জাতে,
পরিয়া দেখ অহিংস বেশ মানব মুকুট শিরে
তোমার দেশে তুমি শ্রেষ্ঠ বিচারধারার জোরে।।



ধৃতি রাজ