মানুষের পাশে মানুষ দাঁড়ানোর প্রধান অন্তরায় "ঈশ্বর" শব্দ,
তেমনি বিবেকহীনের বিখ্যাত হয়ে ওঠার মহাস্ত্র "ঈশ্বর" শব্দ।


মানুষের জন্যে মানুষ কোথায়?
ভয়ে ভক্তি, লোভে ভক্তি কেবল ঈশ্বরের জন্য,
ঈশ্বরের জন্যে প্রাণ বলি
ঈশ্বরের জন্যে প্রিয়জনকে গালি
দুর্ব্যবহারের ফুলঝুড়িতে বিস্তৃত জীবন কামনা
কেবল ঈশ্বরের জন্যে,
অবাস্তব বিশ্বাসে হিংস্র হয়ে ওঠা
অযৌক্তিকতা প্রতিষ্ঠায় চিরন্তন নেশা একমাত্র মানুষের
সেও অন্ধ বিশ্বাস "ঈশ্বরের" জন্যে!


ভ্রান্ত অলৌকিক শক্তির অধিকারী এবং
ক্ষীণ সেরার তকমা জাহিরে আর কত অন্ধত্ব জন্ম দেবে?
শিক্ষা-চেতনা, জ্ঞান, বিবেক অন্ধ মূর্খের দরজায় মূল্যহীন
অশ্রুসিক্ত পথে মানবতা চক্র কেটে ক্লান্তিতে জিজ্ঞাসা করে
আর কত নাম যশ চাই কবি?


যে মানুষ মানুষকে ভালোবাসে
সভ্য সাম্যের জন্য প্রাণ উৎসর্গ করে
অন্ধের পৃথিবীতে সে অবহেলিত, নির্যাতিত, লাঞ্ছিত ও কলঙ্কিত
আর যারা অন্ধের কারাগারে মানুষকে ঠেলে দেয়
ভাবনার পরিসর ক্ষুদ্র করে কেন্দ্রীভূত করে অলৌকিক "ঈশ্বর" শব্দে
তারাই মানুষের বুকে অমর হয়ে রয়ে যায় কবির কলমে।
অদ্ভুত! বিচিত্র! আশ্চর্যের কিছু নেই
প্রিয় পাত্র হতে এসব কবি সাহিত্যিকের নিজস্বী আস্ফালন।


ধৃতি রাজ