লক্ষ্যের ছকে সাজানো জীবন-
অন্যের ধন সম্পত্তি লুটে প্রেমের অভিনয়
লোভ লালসায় অমানুষ হতে দ্বিধাহীন,
যে অন্যের জীবন পিষে ইচ্ছের ডানা মেলে,
মজার ঘনঘটায় নির্লজ্জ নির্বাক ভোগী,
সে সামাজিক, প্রতিপশ্নের উত্তরাধিকারী,
ছলনায় নির্মমতায় ধূর্ত, গর্বের শ্রেষ্ঠ জীব মানুষ!


প্রগতির সত্য ভূমে বিচরণ-
উদারতায় পূর্ণ, বস্তুবাদী, চেতনার অন্বেষক
পবিত্র ভালোবাসার সুহৃদি উপাসক
যে আপনারে নিঃশেষ করে জীবন গড়ে মানুষের,
মানুষেরই আঘাতে চূর্ণবিচূর্ণ একাকীত্ব হৃদয়ে
দুর্বল, সহায় সম্বলহীন দিনযাপন করে
সে অসামাজিক, নির্বোধ জীব মানুষ!


নিত্যদিনের কোলাহল চিৎকারে-
চলে ফন্দির আটম্বরীতে স্রষ্টার অস্তিত্বের গল্প
ঢেকে দেয় মানবতা, ঢেকে দেয় বাস্তব বিচার দৃষ্টি।



ধৃতি রাজ