চলছে বেশ তো! জানতে ইচ্ছে করে; মানুষ
কিসে আবিষ্ট,
ঢুকবে কি মগজে কারো, কিবা তার শিষ্ট?
মানবিকতায় তব, কিংবা কেহ চাহিলে যতটুকু
যদি দিয়েছ, প্রয়োজন ততটুকু
বলিবে তবে,
আছে প্রচুর, আছে সুখে নয় তো অভাবী!
তবে কেন এমন হয়েছে স্বভাবী?
যতটা চেয়েছি,
কি হতো? পারতো দিতে একটু বেশী
তুমি লোকটি ভালো নয়
সিদ্ধান্ত টানিবে জেনে রেখ নিশ্চয়।


যদি তুমি অধিক দাও তারে
বলিবে তবে,
আছে ঢের, তাই দেখাচ্ছে বাহাদুরী শের
করিছে বেশি বড়লোকি জাহির!
ছিল দরকার যেটুকু,
মন্দ তো নয়, দিলেই হতো সেটুকু
তুমি লোকটি ভালো নয়
জেনে রেখ মন্থনে করিবে নির্ণয়।


যদি তুমি কম দাও তায়
বলিবে তবে -
আছে যথেষ্ট তবুও হয় না আলালী
অমানবিক, হাড়কিপ্টে, কুসীদজীবী;
চেয়েছি যতটা,
দিলে ততটা, যেত কী ফুরিয়ে তা
এক্ষেত্রেও তুমি ভালো নয়
নির্ধারণ করিবে স্বভাব সিদ্ধতায়।


এক একটা পাখনা মুরগির টেনে তুলে
দিচ্ছে দুটো দানা মূখের সামনে,তখন -
মহানন্দে খেয়ে
ভাবে শুধু ব্যথা ভুলে, দিচ্ছে তো খেতে বেশ
সুন্দর প্রভুর গুনগানে মহানন্দে চলে  রেশ,
পাখনা তোলা চুকায়,
একদিন প্রভুর থালায় আসে মুরগি!
করছে যারা এমন সমাজ নাগরিকে
প্রভু লোকটি ভালো হয়
নিষ্পত্তি করিবে সবে শীর্ষে তালিকায়।।


কুসীদজীবী > সূদখোর
DHRITI RAJ