সময়ের হৃৎ চাহিদায় কোলাহল চঞ্চল
জীব ছোটে জীবনের তাগিদে,
তুমি আমি তারই সাথে মেলাই প্রকৃতি দর্শন।


নিত্যসত্তা প্রকৃতির সরল সম্পর্ক স্থিরকারী
চাপ তাপ অবস্থা সহস্র নির্ভরশীল উপাদান!


সুমেরু হতে কুমেরু হিমবাহ গলন, ঘুর্ণির ঊর্ধ্ব গমন
পঞ্চ ইন্দ্রিয় অনুভূত নিরীক্ষিত অনু পরমাণু
গ্রহ নক্ষত্র ধারায় অবগাহন স্তব্ধ হয়,
ইন্দ্রিয় বহির্ভূত কল্প ঈশ্বর চীৎকারে!


ইন্দ্রিয় বশ মৌলিক মস্তিষ্ক, বিপুল চিন্তন শক্তির অসীম ব্যাপ্তি পথ, যেখানে-
চলাচল করে শুদ্ধ, অশুদ্ধ, কল্প আর ইন্দ্রিয় রথ।
চিন্তন প্রতিবন্ধক অইন্দ্রিয় উদ্ভ্রান্ততা ,
প্রশ্নের জন্মদাতা, ফেলে দেয় অন্ধকূপে!
বিঘ্নিত হয় জীব কুশলি ইন্দ্রি অনুশীলিতা।


ধৃতি রাজ