সুঠাম গড়ন চোখে কাজল ঝলকে চলা
দোলন কাঁকে হাতের কাঁকন পূর্ণকলা,
খোঁপায় গেঁথে ফুলের তোড়া গন্ধ মেখে
অবশ করো হৃদয় আমার দিবস রাতে।


হৃদ মাঝারে প্রেমের বরণ ধরণীতলে
ধীর নয়নে মেলাই নয়ন শরমজালে,
অবুঝ মনে সবুজ গড়ন চেতন বিনে
উছলে ওঠে আদর যত মোর পরাণে।


(দেখি-)
চাহনি তোমার অপ্রেম মনে সার্বজনীন
যেমন ছোটে হরিণ বনে সোনার হরিণ,
ভাবছি তাই শ্রাবণ শেষে বসেই আমি
লিখব না আর প্রেমের তরী অমর বাণী।


(যতোই-)
প্রথম আলোয় ফুল বাগানে ফুটুক ফুল
ঝুমকো ফুলে রঙ বেরঙের ঝুলুক দুল,
যতোই সুরভী গন্ধ ছড়াও চিকন মূলে
ভুলাও যতোই মন আমার ধরণীতলে,
লিখব না আর প্রেমের তরী অমর বাণী
ভাবছি তাই শ্রাবণ শেষে বসেই আমি।।


ধৃতি রাজ