চলছে খেলা লুট বাজিতে
খেলার বাঁশি বেজে
রাতের খেলা জমায় নেতা
সকাল বিকেল সাঁঝে,
শোষক জাতে খেলছে মাঠে
জাতের খেয়াল রেখে
বোল হরিবোল মুখের বোলে
যায় খেলে রঙ মেখে,
রক্ত নেশায় আদিম খেলা
চলছে আদিম তালে
বলির ভোগ্যে শুধুই পাঁঠা
সেকাল একাল মূলে,
"খেলা হবে" রব তুলেছে
মন ভোলানো সুরে
বলির ভয়ে জয়ের ধ্বনি
ভরছে পাঁঠার স্বরে,
চলছে খেলা এমন ফর্দে
হচ্ছে যাদের বলি
বলছে তারাই "খেলা হবে"
দিচ্ছে সাবাস তালি।।


ধৃতি রাজ