বিরহের ভগ্ন হৃদে স্তব্ধ ভাবন শূন্যে ছুঁড়ি
চলছি উতাল মর্মঘাতে সদা হাস্য দৃশ্য জুড়ি!


বিবেকের অন্ধ যতি শাসায় হেথা দিন দুপুরে
দেখছি খুঁজে ধন্যমতি পঙ্গু হয় কেমন করে?
বিচেতন কর্ম ধারা খোদাই করা রীতির নেশা
মুন্ডুমাথা খাচ্ছে মুড়ে যথা তথা বীথির বিষা।


দূষিতের মন্ড ভেঙে করতে নগ্ন আলোর মুখ
চলছি সিধা মর্মঘাতে দিচ্ছি পেতে দরাজ বুক,
জগতের দৈন্য পথে সংজ্ঞা গড়ি প্রণয় বিনে
মাথায় রাখি ভক্তিভরে বস্তু চেতন সিদ্ধ জনে।


উতাল > উত্তাল
ধৃতি রাজ