কক্ আজি ডাক গত
আন্ডা নাহি সেথা
ছাগ নাহি দেখি চাহি
বাচ্চা ডাকে যেথা।


ভোরে গরু জোরে হাঁকে
কেন সবে নিশ্চুপ?
কান ফুঁড়ে নাক হেঁড়ে
মল্লের কিসে ঘুম?


গোসা করে খোসা খায়
বোঝে সিং নেড়েচেরে
কেন রাতে ঝোলে ভাতে
মেতে ছিল সদরে।


বাঘ মনে দাগ কাটে
যত দোষ আমাতে
ডিম কক্ খেতে ছাগ
দোষ নেই মানুষেতে।।


ধৃতি রাজ