ছোট ছোট চাওয়া তার
          আম দুধ চকোবার,
পেট ভরে ফুলে যায়
      ভরে নাকো চোখ তার।
খড় কুটো লোহা কাঠ
         মুখে দেয় ফটা ফট্,
দেখে শেখে মাটি মেখে
            নব মনে ছট্ ফট্।
বাধা দিলে খেতে তায়
           হাত পা ছুড়ে দেয়,
চীৎ হয়ে শুয়ে পড়ে
        মাথা ফাটে অতিশয়।


কিছু পেলে খুশি মনে
         ছোটে পিছে ঘুর ঘুর,
মন ভারি না পেলে
        চোখে জলে যায় দূর।
কয় নাতো কথা সে
      কিযে বলে ছোটে লাল,
ঘাড় নাড়ে হাত তোলে
       বোঝে না সে হালচাল।
কিসে তার মন ভরে
       হাসে কিসে মাথা দুলে,
কান ফাটে চীৎকারে
        দুধ বাটি পেলে থামে।


কোলে ওঠে বার বার
          নামে দেখে শত বার,
ঝোঁক দিয়ে পিছে চায়
           হোক বাধা যত তার।
টুকি টুকি খেলে মায়
            মুখ ঢেকে কত রয়,
কোন্ দিকে ফিরে চায়
           নেই তার কোন ভয়।
ডান পিটে ছোটে লাল
          ছুড়ে মারে ছোট বল,
বারে বারে এনে দিলে
           হাসে খুশি খল খল।



DHRITI RAJ