কঠিনে অনীহা চিন্তায় দূর প্রকৃতির মহালয়
অজানায় ভাসে কল্প শব্দ খোদাপ্রভু নিশ্চয়
বাস্তব যদি আসে ঈশ্বর! মানুষের ধরাধামে
কি কি শর্তে মানবে মানুষ বিভেদ ভিন্ন ধর্মে?


মর্ত পাতাল পৃথিবীর দেশ কোথা ধর্মের স্বর্গ
অনুন্নত আদম ছিল কি আলোকিত কোন বর্গ?
পার্থিব নয় আছে বিশ্বাস! অন্ধের কারাগার
প্রহসনে ভরা মিথ্যার ঝুলি কোন্দলে জেরবার!


প্রকৃতি ভুলে কল্পের দেশে হিড়িক জমায় বিষে
ভাব খানা যেন সূর্য ডোবায় ওঠায় মন্ত্র কষে!
জোয়ার তোলে অজ্ঞজনে স্বভাব হিংস্র গুণে
জোড় হাতে সাজে পয়ঃগম্বর মন রাখে চনমনে।


চেতনা হীন শিক্ষার ফাঁদে কেহ বা অশিক্ষায়
মূর্খের লাগি মূর্খ সহজ দেখাদেখি জামানায়,
তালগোল পাঁকে চলে ব্যাখ্যা প্রকৃতির নেই ঠাঁই
চলছে তো বেশ খানাপিনা উদ্দামে নাচে তাই।


মহাবিশ্বের সকল বিরাজ মহা প্রকৃতির কণা
সৃষ্টি সৃজন প্রলয় বিলয় চলমান তারই দানা
প্রকৃতির জ্ঞানে দীক্ষিত হও করো হৃদ্য কদর
মানুষই পাবে মহাবিশ্বের মূখ্য প্রকৃতি আদর।


ধৃতি রাজ