কৃত্রিম গড়ে কল্প নামে উপাসনা উন্নয়ন বিধি
প্রকৃতি ছেড়ে মানুষ নিজে বিলুপ্ত পথের নিধি
শ্রেষ্ঠ কাজে বুদ্ধি ধ্বজে বানানো সাজে মাতি
যুগবাহিত চৌদ্দ আনা অঘোর অবোধ জ্যোতি
এমন স্বভাব হবেই অভাব মানব জাতির খাঁজ
বিদশা অদূর প্রকৃতি বিদূর অপেক্ষা লুপ্ত বাজ।


মানুষ বাদে সকল জীবে নিসর্গে জীবন নিরখা
জীব জড়ে রত রূপান্তরে ব্যাহতির নাহি তালিকা
বোঝে কি মানুষ কিসে তার হুঁশ কেন বেহুশে মত্ত?
ভাঙিছে গড়িছে সত্তা রাখিতে কেন ছিনিছে স্বত্ব?


মগজ কদর দম্ভ বহর ভুলায় বিবর্তনের সিদ্ধযুক্তি
ভক্তি পেশা নকল নেশা হারায় অভিযোজন শক্তি
প্রকৃতি ছাড়ি ধর্মের কড়ি মানুষের মস্তিষ্কে ঘোরে
সত্তার মান গোষ্ঠীর প্রাণ অপ্রাকৃতে কবুল করে
থাকবে টিকে পৃথিবী মাঝে যাহারা প্রকৃতি পাণি
নিকটে বুঝি নিপাত কীর্তি মানুষ লুপ্তপ্রায় প্রাণী।।


ত্রিপত্র কাব্য (Trefoil)
DHRITI RAJ