জানলো সবে আছে এমন গুণের ছেলে হেথায়
সুরের টানে শিল্পী জনে ডাকে যেথায় সেথায়;
সংসার তার মাথার উপর দায় ভারে নাহি যায়
মাঠ ঘাট বিল সাথ দেয়, কুল অথৈ জলেই রয়;
সুধীর মনে আক্ষেপ শেষে নিজের নামে রোষে
আনন্দ আর ডাক নাম জয়; কোন্ অর্থে রাখে?
বিলের পানে চেয়ে ভাবে কতোজীবে অন্নদাতা বিল
কেবল সাত জীবনে অন্ন দিতে; ঘামি রাত্রি দিন।


ভাবনা যখন আসে ভাবি সকল জীবের তরে
বিলের জন্যে আছি বেঁচে নইলে কবেই যেতাম মরে!
মাছের চাষ বিলের খাস, ফসল তাহার জলে
হাঁসের লালন চলছে পালন, গরু মোষে গা ধুয়ে;
বিলে জল শান্তি শাক কলমি শাপলা শালুক পাই
সবজি দাতা টাল ত্রাতা অস্বীকার করার নাই ;
এমন বিলের চারিধারে পাড়া চলছে জীবন যুদ্ধ
দেশে মন্দা নেইকো ভাবনা নাহিকো খাওয়ার দ্বন্দ্ব
জয়ের বাসনা এখানে যায় নিশ্চিত প্রাণে বাঁচা
গায়ে গতরে খাটলে থাকবে সুখে ভাই বাপ মা।


সেই যে আসর ভেঙে দোসর যাচ্ছে আষাঢ় শ্রাবণ
বৃষ্টি ধারা চলছে বহর সাতদিন সাতদিন অঝোর;
বিল ভরে তাই হয়েছে অথৈ, ভরা যৌবন তাহার
জয়ের জীবন কাজের ধরণ অমোঘ চমক বাহার;
এমন ছেলের গুণেই বাবা; খুশির লহরে ভরা
ছেলে আমার সোনার দীপ্ত সাত পুরুষের তারা।



DHRITI RAJ
আসিতেছে.... মধ্যি পাড়ার বিল (পাঁচ)