ঘাটের ওপাশে বাড়ির মাঝে ঘুমে ভাঙা ঐ কামাল
হঠাৎ কাঁদন নিমেষে মিশান শুনেই ঘাটে অকাল;
জয়ের চেতন সাড়া নাহি মন কিজানি হলো কিবা
টেনে তুলে নিয়ে জয়ের মুখে দেয় চোখে জলঝাপটা;
আসিল স্বজন পড়সী কজন নিদ্রি জয়ের সেবায়
সকাশে কেহ বলিল অভুখ পড়িয়াছে বুঝি তায়!


সহসা কামাল দেখিল কচুর ধাপের ওপাশে নৌকা
পড়ে আছে দেহ নিসাড় কেহ চিনিয়াছে জয় পাক্কা
জয় অজ্ঞান বুঝিল কারণ, বাড়িতে রাখিল শেষে
বন্ধু পড়সি জন পাড়ার স্বজন সকলে চলিল ঘাটে;
নামিল বিলে আনিল কূলে যুগলের পার তরী
চলিয়াছে তারা মায়া জাল সারা বদলের হাত ধরি।


দেখিল সকলে বজ্র পাতে শরীর আধো পোড়া
প্রকৃতির পরে হাত নাহি ফেরে প্রকৃতির সব গড়া;
প্রকৃতির কোলে প্রকৃতির ঠাঁই ভাঙে গড়ে সংসার
আগে পরে তায় সেইটুকু রয় অধিমায়া তার সার :
মুখে মুখে যত খবর হইলো দুরান্তে সব গ্রামে
আসিল দেখিতে ভীড় উপচে স্বজন সকল জনে।


ওপার হইতে নবাব কুলে ছুটিয়া আসিল এপার
কান্নায় ভাঙে মায়ে ঝিয়ে ভাবে নামিল একোন্ আঁধার;
সৎকার সাজে সাজায় স্বজনে সময় বয়ে যায় অনেক
কেহ বলে জয় নাহি চেতনায় দেখি ঘন্টা খানেক;
হীরা যায় কাছে জয় বলে ডাকে হাত ধরে দেয় নাড়া
হঠাৎ তাকিয়ে কান্নায় ফূঁপে চেতনায় দেয় সাড়া।



সংসার>পার্থিব জীব জড়।
DHRITI RAJ
আসিতেছে... মধ্যি পাড়ার বিল (বারো)