গত সাত দিন বদল হীন নিষ্প্রাণ জয় বসে
গেল নবাবে বাড়ি ওপারে রেখে মায়েঝিয়ে শেষে
বিল পানে চাহে জয় বসে ভাবে কোন্ সে দুপুর বেলা
হীরা পাশে বসে বলে বিশ্বাসে জীবনটা এক ভেলা
ভাসছে যেমন ডুবছে তেমন দেখ বিল পানে চাহি
তুমি চাহ যদি ভাসাও তরী, নতুন সাজে তারি।


পরিবেশ দেব প্রাণটা জুড়ে দিনগুলি যাও গুনে
দাও না আমায় ভাগ ব্যথায় নিঝুম মনটা খুলে;
জানি শোকে ভরা ব্যথায় জরা মায়ের স্নেহের গড়া
তোমার বাবা সুখের ধারা (বলেই) মাথায় হাতটা হীরা;
হীরার হাতে মায়ের ছোঁয়া, শীহরণ জাগে মনে
যেন শোক আঁধারে হঠাৎ করে আলো ভরে জয় প্রাণে।


এক দিন পর হীরার পিতা দেখিতে এলো এপার
ডাকিয়া বলে হীরার মাকে ভাবিয়াছি দূর ওপার;
এপার ওপার বাড়ি দুখানা মায়ে ঝিয়ে সামলাও
কোন্ বাড়ি কে থাকবে ভেবে একজন বাড়ি নও;
ওপার বাড়ির গরু ছাগল দেখার যে কেহ নাই
কাজের ধাওয়া রান্না খাওয়া একলা পারিনে তাই।


নবাব বলে জয়ের নিকটে সবটাই বাবা জানা
ভেবে পাই না করবো কি তা ওপারের বাড়ি ফাঁকা;
শোক বিহ্বলে জয় বলে কেমনে তাহা বলি
সংকট ভাবি থাকেন যদি দু-বাড়ি আপন মিলি;
নবাবে ভাবিয়া বললে হীরায় এপারে থাকো মা
আমরা তবে যাচ্ছি ওপারে থাকবে যাওয়া আসা।



DHRITI RAJ
আসিতেছে..... মধ্যি পাড়ার বিল (চৌদ্দ)