ফাগুন গেল চৈত্র এলো; এলো না বৃষ্টি ফোঁটা
বিল শুকিয়ে বুক ফাটিয়ে বিদশা নীরব সখা;
ফুল তারুণ্যে ধানের শীষে বিল চারপাশ ভরা
ফসলের ঘ্রাণ ফসলের জান আগুনে হলো যে পোড়া;
ফসল আশা ছাড়িল চাষা বুকের কাপুনি কারো
এপাশ ওপাশে আসিল খবর দিয়েছে জীবন কেহ।


নিষ্প্রাণ বিল নিরুপায় দিল্ আজি নিঃস্ব বুকটা
ফালাফালা করি বুকটা চিড়ি বাঁচাতে করিছে চেষ্টা
উদ্বেগ বাড়ে জয়ের মনে জাঁকিয়ে অপার ভাবনা
ছোট দুই ভাই আমি ছেলে বৌ করি কি উপায় বুঝিনা;
চাষের জমি নাহি তবু চলি, থাকিলে বিলের প্রাণ
শুকাইলে বিল সব গড়মিল বাঁচার থাকেনা মান।


দুপুর খাঁ খাঁ করিছে ঝাঁ ঝাঁ বায়ু কাঁপিয়া কাঁপিয়া
ধরিছে ভয় পৃথিবীর লয়; চলিছে থামিয়া থামিয়া;
আজি এই ক্ষণে পড়িছে মনে বাবার স্নেহের বুলি
"জয়ের দীপ্ত মোদের দর্প ভরবে খ্যাতির ঝুলি"
শুধু মনে ভাবি ভুল সকলি; স্বপন তাঁদের গাঁথা
রিক্ত হাতে কষ্টে ভাইয়ে মানুষ করেছি বৃথা!


ধর্ম গ্রন্থ পড়ে বড়াই করে; হীন মানবতা পুর
নহিলে দুজনে আজি দুর্দিনে; ভোলে কোন্ নিষ্ঠুর?
বুকের ব্যথা রয়েছে চাপা; চাহিনা বলিতে আর
বাঁশির সুরেই আমার জীবন; সুইরে বিলের প্রাণ;
মাতাল বাঁশি সুর তুলে যায়; পূবের দাওয়ায় বসে
বসিল হীরা সুয়ামীর পাশে; আদব আদরে মিশে।



ধৃতি রাজ
আসিতেছে... "মধ্যি পাড়ার বিল" (তেইশ)