জটিল থেকে জটিলতর,
বেরিয়ে আসার পথ, অসৎ মানুষ - কীটের
ভিড়ে সংকীর্ণ হয়ে গেছে।
প্রানে বাঁচার শ্বাস টুকুও কেড়ে নিতে
চলেছে-
সৎসঙ্গের নামে ।


একটি অথবা দুটি মানুষের জন্য
জড়িয়ে পড়েছে অনেকেই, যাদের
মুখোশ পড়া মনের ছোঁয়ায়, মৃত্যু প্রায় জীবটিও
আশার আলো দেখে।
বৃহত্তর জনগন জেনেও বেছে নেয় সহজ অসৎ পথ,
যে পথে গমন সহজ -
এই অসৎ সহজ পথের চেয়ে
সৎ পথে চলতে অনেক বেশী কাঁটার পীড়ন সইতে হয় বলেই এরূপ বিকৃতি।


পৃথিবীতে সেজে থাকা ভালো মানুষের ভীড়ে "ভালো"র মূল্যহীনতায়
অপ্রকৃত ভালোর ঔজ্জ্বল্য দেখায়।
রাতের নক্ষত্রের নিজস্ব আলো থেকেও
নিস্প্রভ চন্দ্রের শোভা সৌন্দর্য মুগ্ধ করে,
চলে চন্দ্রের গুনগান, নক্ষত্রের নয়।
হে মানব জাগ্রত হও, হও বলীয়ান
চন্দ্র নয়, করো নক্ষত্রের জয়গান।।


DHRITI RAJ