মন গড়া ইতিহাসে ঈশ্বর রচে ফাঁকে
মিথ্যে লেপনে নরখাদক বর্ণ হয় চকচকে
বাক্য শব্দার্থ মুসরে কব্জায় নিয়ে বিহান
অতি জুলুমে বাধ্য করে মানতে
সাম্যতা হীন নরখাদকের ঈশ্বর মহান।


আশ্চর্যের ঘাট আর মারাই না আমি
যাদের জাত বংশে ভরা নিকৃষ্ট নোংরামি
তারা অবতার মঞ্চে সুপ্রতিষ্ঠিত ভগবান
সহস্র কোটি অন্ধের জন্মদাতা,
রক্তে সাজায় মূর্খ ভক্তের ঈশ্বর মহান।


নিরাশার আকাশে ছিন্ন রঙের ছিটে
নশ্বর দোলন তোলে চৈতন্য জীবন বাটে
শ্লথগতি অদূরে শক্তি হারায় মুক্তি সোপান
দু-ফোঁটা অশ্রুতে ভাসে ইন্তেকাল,
রয়ে যায় উৎসবে মূর্খ ভক্তের ঈশ্বর মহান।


ধৃতি রাজ