তোমার হৃদয় সাদা কোমল
অগাধ জ্ঞানের আতপ ফসল
আমার যখন নয়
মিছেই বলতে ভরাট চাঁদ ঐ
উছল দ্যূতিময়!


আজ বুঝি তা; বনের পথে
একলা মনে সাঁঝ বেলাতে
রঙিন গ্রহণ ছিঁড়ে,
কথার তারে ও ফুল গাঁথা
পড়ছে কেন খসে!


ছিন্ন পথের অবুঝ মোড়ে
অথই স্মৃতি ফুঁপিয়ে বলে
শূন্য গগন তলে
বুকের মাঝে তুলবে এসো
আদর মাখা তালে।


ধৃতি রাজ