আলোহীনতায় ডুবিয়ে নারীকে করেছ ধর্ম উৎস
হাজার ফতুয়া শিকল পরায়ে বানিয়েছ পোষ পণ্য
রাজসভা হতে রাস্তার ভীড়ে করেছ ন্যাংটা বারবার
বর্বরতায় সাজিয়াছ বীর হীন পুরুষের দলভার!
কত গান্ধার ফিরে আসে রোজ খায় শরমের মাথা
মনিপুর গোয়া শত খুলনা মেয়ে বৌ বোন বুড়ি মা
প্রহসনে ভরা ধর্মের পুরুষ বাঁধে নিচে পরিবার
দেখভাল জালে পরাধীন করে গায় গুণগান তার।
ইশারা ডাক সব নারী পায় কাছে পাওয়ার ভঙ্গিমা
বুঝেও বোঝেনা অধিক সংখ্যা, জাত গুণে সে মা
ভোগের শেষে নির্দোষ সাজে সমাজের মহাপতি
নিন্দার ঝড়ে দোষী শুধু নারী চিরতরে ভাঙে গতি
ততখন দেবী যতখন নারী পুরুষের মন যোগায়
সংসার বশে ভয় ভুলে রয় একাকীত্বের অসহায়।


ধৃতি রাজ