দেশ গদিয়ান গদ্য সাজায়
ভাষণ শান্তি আঁচে
খুশির লহর ভুলায় জীবন
দলিত নাচে ছাঁচে
জাতজালিয়াত চুরি লুঠ
লণ্ডভণ্ডে বিশেষ
দিচ্ছে সাবাস দুহাত তালি
অনুগ গোষ্ঠী রেস।


প্রতিবাদে? ফেলবে ফাঁদে
নয় বা গ্যাঁড়াকলে
বর্ণ দলের রসুন গোড়ায়
হাজার গুচ্ছ মূলে!
সমাজ তোমার সঙ্গে যে নাই
অন্ধকূপে ডুবে
সকাল সন্ধ্যা ঠেকায় মাথা
তাদের ব্যবসা রগে,
ধর্ম জাঁকায় আনন্দ লয়
বর্ণবাদীর হদ্দে
ছটফটানির ছোট্ট ঝাকান
ভাঙবে না কূট ছদ্মে!


শিক্ষা দাও প্রকৃতি জ্ঞানে
সভ্য সমাজ জনে
ঘুচাও গহীন বর্ণবাদীর
কায়দা কপট পণে।


ধৃতি রাজ