গতকাল সম্মানিত কবি মার্শাল ইফতেখার আহমেদ এর লেখা "ছোট গল্প" কবিতাটি পড়ে মন্তব্য লিখেছিলাম কিন্তু তা কাল মন্তব্যের ঘরে প্রকাশ করা সম্ভব হয়নি। আজ সেই মন্তব্য কবিতাটি প্রকাশ করা হলো।
মন্তব্য কবিতা-
"পারিনি"" কবিতাটি সম্মানিত কবি মার্শাল ইফতেখার আহমেদ সাহেবকেই উৎসর্গ করা হলো-



রোজ যাই আসি বাসে, পঞ্চাশটা বাস স্ট্যান্ড পেরিয়ে
দেখি কত লোক, কোলাহলে কত কি যে করে
কেউ চুপ করে উঠে; চুপিসারে নামে
জানালায় চোখ রাখি, স্বপ্ন আসে চলে যায়
তন্দ্রায় ডুবে।


চানাচুর প্যাকেট খুলে দিতে হাত বাড়াই
কখনো-  শিশু পারে না তাই,
বিস্কুট! শিশুর সারা গালে মুখে লেগে রয়
পাশে সিটে মেখে নেয় গায়
কখনো চায়ের সাথে নীরবে আসে
কিন্তু তা আসেনি কখনো কবিতায়, আসেনি তা-
লিখে রাখি, লিখি একবার।


স্বপ্নালু মায়া জড়ানো কথা
হৃদয় জুড়ে অতল স্পর্শী ভাবনা
ভেবেছি অনেক বার; বহুবার।
কতনা ভেবেছি এমন
কিন্তু তা আসেনি কলমে, আসেনি তা-
আসেনি তা লিখি আর।


মনকাড়া এতো মধু ঢালা আবেগী অনুরাগ!
রাত জাগি কত দিন খুঁজে ফিরি চারিধার
সাধ জাগে লিখিবার
দেখি কত ঘরে যত ছেঁড়া ক্যালেন্ডার;
চাইবে না কেহ জানি, ভাবনায় তাও ভেবেছি
আছে সবই উপাদান , কিন্তু -
পারিনি তা কোনদিন লিখিবার
ভেবেছি অনেক বার; বহুবার।।


DHRITI RAJ