আজি শূন্য হৃদয়ে তোমার পথ চাহিয়া
বসে আছি পথ পরে
(তুমি আসিয়া) লবে তুলিয়া মোরে
তব বক্ষ মাঝে।


যদি চিনিতে না পারো
এ ধুলা মাখা মোর দেহখানি;
ধুইয়ে নিও আমারই অশ্রু জলে মোরে
ধুইয়ে নিও ধূলা পথ পরে।


সেদিন চাহিবো তোমার পানে
এ ছিন্ন আঁখি পাত খুলি;
চিনে নিও চাহনির ভঙ্গিতে কাছে এসে
চিনে নিও ছিন্ন হিয়া শেষে।


রিক্ত মনের গহিন ভেদী
এ বিদূর আশা পূর্ণ যামিনী
মুছে দিও তব নিখাদ রশ্মি বিচ্ছুরণে
মুছে দিও বিদূর ভ্রম ক্ষণে।।


DHRITI RAJ