বাড়ির মোড়ে বটের তলে খুব সাহসে ট্যাপের পাশে;
ওর বান্ধবীরে বলি হেসে শুনেই প্রথম বেজায় চটে,
বারেবারে অনুরোধে শান্ত হয়ে, বলল খুলে দমে দমে;
শোন্ তবে তুই চুপটি করে বলছি আমি যতক্ষণে,
বাড়ির পাশে আম বাগানে কদিন আগেই মাচায় বসে;
চুপি চুপি বলল ও সে গোপন রাখিস্ বলছি তোকে।


সরস্বতী পূজোয় দুপুরবেলা শাড়ির সাজে লাগলো ঠেলা;
শাড়ির ভাজে আটকে মালা পড়ে গিয়ে ধরি ছেলের গলা,
বলিস্ না আর, লজ্জায় মরি! প্রথম ছোঁয়ায় হৃদ কাঁপুনি;
ভীড়ের মাঝে সেই তখনি কে না কে আমায় তুলল ধরি,
মাদল তালে নাচের ঝমক রিমিক গানের কুইজ পলক;
হৃদয় মাঝে কিসের ফটক দিচ্ছে মনে সেলফি ঝলক,
সাঁঝ বিকেলে আর ঘুরিনা ফিরলে বাড়ি বকবে যে মা;
নিস্প্রাণ রাতে জেগে একা ভুলতে মোটেই আর পারি না।


তোদের পাড়ার ফর্সা ছেলে সেদিন ছিল ঐ ছেলেটা;
লম্বা ফিগার উষ্ণ চেহারা আমার মনের স্বপ্নে আঁকা,
অনেক বারে অনেক খানে লাগছে পিছে সেই থেকে;
খালি মৃদু কোমল সুরে যাও কোথা যাও জিগায় এসে ;
রাস্তা বাঁকে পুকুর পাড়ে নদীর ধারে স্নানের ঘাটে;
যখন দেখে আমার পানে প্রেম শিহরণ মনে জাগে,
অনেক রাতেই নিদ আসেনা জেগেই ভাবি সেই ঘটনা;
ওর মন পাড়াতে মন হারিয়ে মোর দেহ মনে হয় উতলা।


সকাল বিকেল যখন দেখি সাইকেল নিয়ে ধীরে চলি;
বলবে বুঝি কাছে আসি "তোমায় আমি ভালোবাসি",
উঃ লাগছে কি! বলে কবে , নিয়ে যাবে শর্ট ড্রাইভে;
ধুক পুক ধুক বুকটা কেঁপে চাহন হারায় ওর নয়নে,
একদিন না দেখলে পরে দাওয়ায় কিংবা রাস্তা ধারে;
ভাল্ লাগে না, তাকাই শুধুই পিছন ফিরে বারে বারে।।


DHRITI RAJ