পোড়া ইটের রঙ মাখানো অস্ত দুপুর আঁকা
কনক ভোরের অশ্ব যেন ছুটছে আঁকাবাঁকা!
উড়ালপুলের বাঁশের মাচা কালের দূর্গ খেলে
সেথায় আছে বলয় ফিঙে ঘুরছে দলে দলে!


বন্ধ্যা মাথায় দেখছে কেহ রঙিন ছবি আঁকা
নাইবা থাকুক ধন্যি ছক, রঙটা খাঁটি মাখা!
মিঠেল রোদে রঙিন খাপে দুঃখ ব্যথা ভুলি
গাইছে তারাই নরম মনে কঠিন চারণ বুলি!
ধন্য যেন রঙিন ছকে যাক না জীবন ক্ষয়ে
কিনার ধরে ছুটছে তাই রঙের তুলি লয়ে!


ধৃতি রাজ