নারীকে নারী বলে যুদ্ধ অবসানে অপমানিত বোধ করে
পুরুষকে পুরুষ বললে মহা শক্তির আধারে ফুলে ওঠে।


সার্বিক রূঢ় কর্মে নারীকে জারণ প্রস্তাব দিলে
নারী নিজেই নারীর তকমায় স্বাচ্ছন্দ্যে বাঁচে,
লতা একবার যা কিছু অবলম্বন করে
বিস্তারে তাকেই ঢেকে দিয়ে নিজেকে মেলে ধরে।


সৃষ্টির ব্যথা সাগরে পুরুষকে সাঁতার কাটতে হলে
পুরুষ নিজেই পুরুষ তকমা থেকে নির্বাসন খোঁজে,
বলিষ্ঠ যেমন পাড়ার মাথার পাকুড়
জীবন রসদ জীবে দিয়ে বয় না ভার পালঙ্কে।


জানি না, জানতেও চাই না দুদিনের ছন্দ রূপে
নারী বা পুরুষ আমি মহাজ্ঞানী, রূঢ় কৌশলে।


ধৃতি রাজ