যেদিন চাইবো না আর প্রেমিক হয়ে হৃদ্ পরানে
রইবো না আর কান্না হাসির ছায়া মেখে ঘোর নয়নে
পড়বে মায়ার বাঁধন খুলে দুঃখ বীণার সুরের তারে
সেদিন নাই বা আমায় খুঁজলে চুপটি করে শূন্য দ্বারে।


যেদিন কবির ছন্দে গাঁথা গানের কথায় ঝরবে তান
চাইবে ফিরে এই পৃথিবী অমর শব্দে ভরবে গান
মিলন মেলা পূণ্য তিথি জ্বালবে আলো স্মরণ দানে
সেদিনও নাই বা মনে ভাবলে একলা ঘরে শূন্য মনে।


চাঁদের হাটে ভরবে তারা গুণীর মান সওদা করে
সুজন স্বজন বেচা কেনা চলবে জনম জনম ধরে
স্মৃতির ডোর ফুল মালা রইবে পড়ে হাটের কোণে
সেদিনও নাই বা হাতে তুললে ধুলো মাখা শূন্য সনে।



ধৃতি রাজ