নেই ব্যাকুলতার শেষ হৃদয় থেকে
হৃদয়ের আবেশ।
পরন্ত দুপুর, সকালের সেই স্নিগ্ধ যৌলুষ,
তোমার নেই,
নেই তোমার সেই তীক্ষ্ণ তেজস্ক্রিয়তা
আলোকিত করবেই।
বসন্তের বেল ফুলের গন্ধ তোমার
আর নেই,
নেই তোমার আবেশিত কোমল হৃদয়
স্পন্দন চলবেই।
চলন্ত জীবনের সুরের ছন্দ,
তোমার নেই,
নেই তোমার সেই মিশ্রিত হৃদয়ের কায়দা,
তাল মেলাবেই।
ছুটন্ত ট্রেনের সেই তীব্র গতি আর
তোমার নেই,
নেই তোমার সেই বাস্পায়িত স্টীম,
শক্তি যোগাবেই।
হেমন্তের শিশির সিক্ত পথ আজ
আর নেই,
নেই তোমার শরতের উচ্ছ্বাসিত শিহরণ,
যাওয়া আসা চলবেই,
নেই অনন্ত দিনের আশা থেকে
আশার সঞ্চার -
সন্ধ্যার গায় অন্ধকারের সেই জোনাকি,
তোমার নেই।
জানি নিশ্চুপ হৃদয় তোমার, আবেশিত
যৌলুষ, আলোকিত ছন্দযুক্ত শিহরিত
আশার জোনাকি খোঁজে না -
খোঁজে অন্তিম -।



DHRITI RAJ