বিশ্ব জ্ঞানীর সাম্য ঢেউয়ে
ভাঙলে মানব ঘুম
ফেলবে ছুড়ে ছল্ অবতার
পড়বে শান্তি ধূম।


রইবেনা আর চোখাচোখি
হীন শাসকের দর
রইবেনা ভ্রম ভাগ্যের দোষ
করবে আইন ভর।


এই সবুজের মাঠে ঘাটে
বইবে জ্ঞানের ধারা
শ্রমিক হবে চোখের মণি
ভালোবাসায় ভরা।


বিষম ত্রাসে শাসক শাসায়
ধর্মাস্ত্র হাতে
ঘুম পাড়ানি আচ্ছন্ন গান
বাধ্য করে গাইতে।


ধৃতি রাজ