মরা নদীর ওপার ডাকে
সাঁঝের ঝিঁঝিপোকা
যাবি চল দেখবি বাঁকে
কেমন করে ঘুরছে পাড়ে
উজান ভাটির চাকা।


ঐ আবছা আলোর পথে
সুজন বসে কাঁদে
ফড়িং মশার সাথে
কি কথা কয় তাহার সনে
সাঁঝের ঝিঁঝিপোকা।


চিকন ব্যাঙের সুরের যাদু
মাতায় বাতাস ঘ্রাণে
প্রজাপতির সাথে
ফুলে ফুলে জোঙলা বনে
উজান ভাটির চাকা।।


গীতিকাব্য
ধৃতি রাজ