খায়দায় প্রমোদ খোঁজে; অধ্যশন মাপ
মাথায় নিতে চায়না; অধ্যয়ন চাপ
সুশিক্ষা কথায়; মাথায় পড়ে বাজ
চাহে শুধুই;  মনের মতন কাজ
অর্থনীতির সমাজ।


শূন্য মাথায়; বুদ্ধ সাজে বিজ্ঞ
কলা বিজ্ঞান; সমাজে সে অজ্ঞ
ঠুনকো শিক্ষায়; পন্ডিতি কপি আটকে
গভীর ব্যতীত; হচ্ছে প্রকট ঝলকে
বিকলাঙ্গ মস্তিষ্কে।


উপন্যাস গল্প মহাকাব্য; এখন অনুকাব্য
চিন্তাহীন চায় হোক; একটামাত্র শব্দ
নাটক চলচ্চিত্র; যাত্রা এক অঙ্ক
সময়াভাব চায়; একটা হোক দৃশ্য
ধৈর্য্যহীন বোধগম্য।


অট্টালিকায় শয্যা মুখী; কর্মে প্রজন্ম
আঙুল ডগায় বিশ্বময়; করে অকর্ম
গ্রাম নগর বিভেদ; সবই অভেদ্য
তাতেই নাকি উন্নত সমাজ সভ্য
সম্পর্কহীন লক্ষ্য।


অনু শেষে; মাইক্রো ন্যানো পিকো
কলা সমাজ; বিজ্ঞানে চায় ফেমটো
নেহাৎ দুটো কথায়; হোক সাহিত্য
ক্ষুদ্র হতে ক্ষুদ্রতা; চাইছে উন্নত
জীবন উপভোগ্য।


DHRITI RAJ
এই কাব্যের ধারা আমার সৃষ্টি। প্রতি স্তবকে চারটি পংক্তি ও সঙ্গে চার পংক্তির সার কথার আরো এক পংক্তি অর্থাৎ পাঁচ পংক্তি।