দুরত্বটা গুরুত্ব বুঝায়, বৃষ্টি বুঝায় মেঘ
চোখের পানি কষ্ট বুঝায়, নিশ্চুপে আবেগ।


মিষ্টি বাক্যে মন গলে রোজ, কটু বাক্যে রাগ
সুখের রাজ্যে মিত্র সবাই, দুঃখে নেয়না ভাগ।


আঁধার-আলো মন্দ-ভালো, তল্লাশে সেই জবাব
হারায়ে খুঁজে পথে-ঘাটে-মাঠে, বোধিয়া তার অভাব।

মনুষ্যত্ব আজ বিকায় হাটে, সততা সে তো দূরে
কান নিয়েছে  চিলে শুনেই, বৃথাই মরে ঘুরে।


সত্য-মিথ্যার বেড়াজালে আজ, বাঁধা মানুষের মন
কুৎসা, নিন্দা সোজা করে ভাবে, সত্যকে আকুঞ্চন।


অন্তরাত্মা শুদ্ধ করি চলো, পাছে ফেলি গুঞ্জন
শুভ্র পবনে উড়ে-উড়ে করি, সম্মুখে বিচরণ।