বাবা তুমি নৈপথ্যের নায়ক
তুমি জীবনের রবি
তোমাতেই দেখেছি বিশ্ব আমার সুখের প্রতিচ্ছবি।


আমার মুখের মলিন রেখায়
তুমি থাকো সুখহীন
শোধ হবেনা বাবা তোমার নিঃস্বার্থ এ ঋণ।


জিতে যায় যখন তোমার ছেলে
জয়ের হাসি হাসো
কষ্ট ক্লেশের সময়টাতেও অগাধ ভালোবাসো।


তুমি নাবিক মোর জীবনের
তুমি খেয়া পারাপার
শক্তি, সাহস, প্রেরণা বলো তুমিই অহংকার।


বন্ধুর মতো পাশে হেঁটে যাওয়া
ছায়ার মতো সাথী
জ্বালিয়ে চলেছো নিত্য দিনই মোর আঁধারের বাতি।


গ্রীষ্মের দুপুরে কাঠফাঁটা রোদে
তুমি শীতল বাতাস
পৌষের রাতে শীত পোহানোর তুমি উষ্ণতার আভাস।


তুমি নবপ্রাণ মোর হৃদয়ে
তুমি মুক্তির বানী
বাবা তোমার স্নেহে এ জীবন সদাই  চির ঋণী৷