'বিজয়' সে-তো কষ্টার্জিত ফল, বীরের ত্যাগের ধন,
বুকের তাজা লাল শোণিতের নীরব আকুঞ্চন।


'বিজয়' সে-তো বাবার কাঁধে অবুঝ শিশুর লাশ,
চক্ষে অশ্রু, সমুখে আঁধার, হায়েনার উল্লাস।


'বিজয়' সে-তো পবিত্র দেহে অপবিত্রতার গ্লানি,
বোনের, মায়ের আত্মহুতির, ক্রন্দনের সেই ধ্বনি।


'বিজয়' সে-তো শিল্পীর কন্ঠে দেশ মাতৃকার সুর,
স্বদেশ-বিদেশে ভরসা কুড়িয়ে, ভয় করেছে দূর।


'বিজয়' সে-তো পাকবাহিনীর অশরীরী ছায়ার শব্দ,
দাবানলে পুড়ে ছারখার হওয়া, রাষ্ট্র নিস্তব্ধ।


'বিজয়' সে-তো গগনে ভাসা মেশিনগানের বারুদ,
লাশের স্তূপের আর্তচিৎকার, রক্তের বুদবুদ।


'বিজয়' সে-তো অবুঝ তরুণের রণাঙ্গনের ডাক,
ছেলে হারা মা'র পাগলীনি বেশ, চেয়ে থাকা নির্বাক।


'বিজয়' সে-তো  রন্ধ্রে-রন্ধ্রে তারুণ্যের উচ্ছ্বাস,
ত্যাগ, তিতিক্ষা, মুক্তির টান ৭১'এর  ন'মাস।