মানুষ তুমি অমানুষ আজ বিবেক করেছো বিকি
অন্ধের মতো চলছো সদা ধরার চোখে ফাঁকি
চোখ, নাক, কান সদাই তোমার অনিষ্টের রেখা আঁকে
কি করে মানুষ বলি তোমায় না আসে বুলি মুখে।


তোমায় দেখি সাহেবী বস্ত্রে পাশে লেংটা বেটা
তুমি খাও পোলাও সে যে অনাহারে নিয়েছো খবরটা?
এ কোন নামধারী মানুষ তুমি হুঁশ জ্ঞান তোমার সিদ্ধ?
জাগ্রত করো বিবেককে আজি নিজেকে বানাও শুদ্ধ।


রক্তের নেশায় উন্মাদ হয়ে হতাহত করো নিত্য
মুখোশধারী মানুষ নামে মিথ্যাকে বলো সত্য
নিজস্বার্থে কাঙাল কুলিও পায়না ছাড় কভু
জাহিল করো আঘাত করে তুমি তাহাদের প্রভু।


রক্তারক্তি বন্ধ করো বিভেদ যাও ভূলে
গোলাপ কাটার ব্যথা দেখোনা সুখ খুঁজে নিও ফুলে
স্বর্গ নরক তোমাতেই জেনো গুণীজন বলে তাই
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'।