মম ভেতর বাহির উচ্ছ্বসিত কেবল
সুখ পাখি টার তরে
শূন্যতায় পূর্ণতা খুঁজিয়া দুমড়ে মুচড়ে মন পড়িয়া রহিয়াছে জনতার নীড়ে।


সে কি আসিবে? পাশে বসিবে কভু ?
গাহিবে কি আগমনী সুখের গান
হৃদয় ব্যাকুল তৃষার্ত এ জীবন
তৃষার্ত এ দেহ প্রাণ।


মনে মোর বাজে তাহার কণ্ঠ
কানে শুনি তাহারই ধ্বনি
চোখ মেলিয়া তাহারে খুঁজিয়া বেড়াই
স্বপনে তেও তাহার বীজ বুনি।


তাহারে ভাবিয়া সঞ্চিত সময়টাও
যাইতেছে  ফুরাইয়া বেশ
তবু আসিতেছে না সে শুনিতেছেনা চিৎকার
কাটিছেনা মোর  আবেগের রেশ।


ফিরে এসো তুমি জড়িয়ে নাও হৃদে
করিয়া বক্ষ উদার
স্নেহ ভালবাসা পাইবে
পাইবে সমাদর থাকিবে নয়নে সবার।


অনেক অনুনয় করিলাম তোমায়
করিয়াছি  সদা অনুরোধ
"সুখ পাখি" তুমি এসো মানসে
ভেঙে ক্লেশ ভেঙে ক্রোধ।


রচনাকাল:১১.০৭.২০১৯ইং