হুমম আমি পাগল
আমার রক্তে মাংসে পাগলামী,
আমি তো নই কারো ক্ষতির কারণ আমারই তো আমি।


আমি চলি আমার মতো
রচিয়া লই  তব আইন,
রিক্ততা,শূন্যতার ধার আমি ধারিনা
করিনা সহ্য আমি  বেআইন।


আমি তালা ভেঙে শিকল ছিঁড়তে রাজি
হয় যদি হোক তা অনিয়ম,
আমি হুংকার দিয়ে কাঁপাবো ধরা
তবু মানবনা ভুল, ভ্রম।


আমি আয়নায় মুখ দেখে করিনা বিচার
আমি অনুভবে রুপ দেখি,
আমি দুমড়ে মুৃছড়ে করিব একাকার
যারা দেয় সমাজে ফাঁকি।


আমি দুর্নীতির কালো মুখ
চাপা দিব মাটিতে
করিব উন্মোচন সব তথ্য,
হটাবো তাদের করিব উচ্ছেদ
যারা নরমের জম শক্তের ভক্ত।


আমি হই হুল্লোড়ে মাতাবো বিশ্ব
চোখ খুলে দেব সবার,
যুদ্ধ করিব রক্ত ছিটাবো শান্তি আনিব আবার।