আমি ঠিক একটুখানি প্রেম চাই
যে প্রেম নির্বিষ নির্ভুল,
যে প্রেমকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়;
অনুভব করা যায় নিঃশ্বাসে-প্রশ্বাসে অস্থির কোটরে।


আমি ঠিক একটুখানি ভালোবাসা চাই, যে ভালোবাসা মুক্ত, শান্ত, পরিশুদ্ধ
পৃথিবীর বুকে যার উষ্ণ চুম্বনে প্রশান্তির সৃষ্টি হয়,
যাকে বরণ করে নিতে হাজারো প্রেমিক প্রেমিকা ক্ষন গুনে বেড়ায়৷


আমি ঠিক একটুখানি স্পর্শ  চাই, যে স্পর্শে খুঁজে পাওয়া যায় সজীবতা, সহসাই যেখানে আঁধার কেটে আলো জ্বলে নিত্য।
  
আমি ঠিক একটুখানি মায়া চাই যে মায়ার বাঁধন আগলে রাখতে জানে  বাহুডোরে
হাজারো কষ্টে সাহস যোগাতে, ভরসা দিতে কৃপণতা করেনা কভু।


আসলে আমি একটা পরিশুদ্ধ মন চাই, যে মনের বিশাল জায়গা জুড়ে কেবল আমিই থাকবো।
সুখে, দুঃখে, হাসি, কান্নায় যেখানে থাকবে কেবল আমারই অস্তিত্ব।


এমন একটু প্রেম, ভালোবাসা, মায়া আর এমন একটি  মন কেউ খুঁজে দেবে আমায়?