'অপেক্ষা' সে যেন কঠিন এক বস্তু
প্রতিটি প্রহর যেন কাটে  উন্মাদনায়
তাকে খুজে ফিরে হিয়া দিবানিশি ধরে
পায়না তার ছোঁয়া কোথায় সে মিশে যায়।


কল্পনায় তার চোখ,ঠোঁট, ভেজা চুল
পাগল করে দেয় অতৃপ্ত মন
সাত সমুদ্র তেরো নদী পারি দিতে রাজি
সে-তো আপনার চেয়ে আপন।


দিবা যায় তারই ভাবনায় নিশি হলেই
ঘটে যত বিষাদের নীড়
তার কন্ঠের বাণী, মুখের হাসি
ফিরে আসে বারবার এ মন থাকেনা স্থির।


সে আসে হৃদে, বসে সেথায়, শোনায়
জানা অজানা  গানের সুর
ধরতে গেলেই ফাঁকি দিয়ে যায় সে
ছুটে চলে সীমানা বহুদূর।


তার চঞ্চল চাহনি, মায়াভরা কাহিনি
ভুলা যে বড় দায়
অন্বেষণে তার চলেছে হৃদয়
আজো আছি তার ই অপেক্ষায়৷