মনে যাই থাক মুখ কিন্তু পরিষ্কার হওয়া চাই
না হলে তুমি ছোটলোক কবীর সুমনের ভাই।


হয়তো তিনি ভুল হয়তো বা ঠিক, ঠিক জানি না
আমি এমন শব্দ বলতে চাই না আমার ব‍্যাপার,
শুয়োরকে গোলাপ বললে মাধুর্য বাড়তে পারে
ঘুরিয়ে বলা হতে পারে কিন্তু সত্য বলা হয় না।


ভদ্র থাকতে হবে, সমাজকে পরিচ্ছন্ন রাখতে
হবে, গায়ের ঝাল মেটাতে হবে...সুযোগ
সময়মতো অনেকেই গা-ঝাড়া দিয়ে উঠেছেন।
এইসব সতীপনা দেখলে সত্যিই মন ঘিনঘিন করে।