সাদাত হাসান মান্টোর লেখার অনুবাদ পড়লাম কয়েকটি, ঋত্বিক ঘটকের পূর্ণদৈর্ঘ‍্যের ছবি দেখলাম সবগুলোই, আশ্চর্য হইনি তেমন।
আশ্চর্য হয়েছি এই ভেবে যে এতো-সব ঘাত-সংঘাতের পরও মনের বিকার বিবর্তন হলো না এতোটুকু, কোথাও বিষাদ নেই যন্ত্রণা নেই ক্ষোভ নেই ক্ষতের কোন চিহ্ন নেই, দিব্বি ডিনারের পর দাঁত ব্রাশ করি রোজ যেহেতু ডাক্তার বলেছেন--।