না না তুমি ওকে চিনবে কোথ্থেকে সোনা তুমি ওকে চেন না বাপি বলেছিল ও ব্যাটা পাঁচু জাতে কুমির যাত্রায় সাজে চাঁদ সদাগর মাগো ছি ছি জানতেই পারিনি না হলে ওকে গা দূরে থাক দেওয়ালই ঘেঁষতে দিতাম না তবে তোমাকে লুকোবো না বিশ্বাস করো মাত্র দু'মাসে একবারই হাতে হাত কিন্তু তোমার মতো ওটার জন্যে আমি সোয়েটার বুনিনি তিন সত্যি শুনবে কি বলেছিল বলে কিনা বিয়ে করবে কি সাহস সত্যি বাপি না থাকলে কি যে হত কিগো কথা বলছ না যে সত্যি সেই প্রথমবার তোমাকে দেখেই আমার মনে হয়েছিল মনটা কেমন যেন আনকন্ট্রোল হয়ে গেল হারিয়ে গেল কোথায় যেন এই শোনো এবারে কিন্তু তিন মাসের মাথায় ফিরে আসবে তুমি বিদেশে গেলে আমাকে ভুলেই যাও আসবে তো আমার গা ছুঁয়ে বল পরের বারে আমরা কিন্তু ওখানেই সেটেল করছি জানোই তো তোমাকে ছাড়া এখন এক মুহুর্তও আমি ইইস কি দেখছ অমন করে আমিই বুঝি সব ব'লে যাব আমার বুঝি লজ্জা করে না
কবিতাটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২১/০৭/২০১৭, ১০:৩৪ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।