হৃদয়ের অরণ্য এতো গহীন-বুনো হয়ে অন্তরীক্ষ বিমুখ গত কয়েক বছরে--
প্রবাহের মতো প্রবাহবিহীন নির্জীব সুড়ঙ্গ যেন
হয়তো থেকে-থাকবে তুমি কোথাও আগাছা সমৃদ্ধ, কিন্তু
খুঁজে পাওয়া ভয়াবহ-দূর দুরূহতম
শীত শীত লাগে ঘেমে যাই--অসুখে ভুগি
প্রচুর কথা মন ফুঁড়ে উঠে আসে না চোখে-মুখে আর, স্তবকে বা মনজমির অসমান ত্বকে
দু-একটা কথা কখনও-বা অকালে তুচ্ছ দুর্ঘটনার মতন, তাও নয়
আমার মাথা থেকে পা অবধি বোধ কমার দিকে অবশ শিথিল
অঙ্গে ঘুম পায় আমার উৎসাহ নেই